লাইভেই ডাকাতির শিকার আর্জেন্টিনার নারী সাংবাদিক

Passenger Voice    |    ১১:২৬ এএম, ২০২২-১১-২৩


লাইভেই ডাকাতির শিকার আর্জেন্টিনার নারী সাংবাদিক

কাতারে বিশ্বকাপের সংবাদ লাইভ শো করার সময়ে আর্জেন্টিনার নারী সাংবাদিক ছিনতাইয়ের কবলে পড়লেন। লাইভ শো শেষ করেই যিনি নিজেডলের হ্যান্ডব্যাগ থেকে একাধিক জিনিস খোয়া গিয়েছে বলে আবিষ্কার করেন। সেই ভিডিও ফুটেজ আপাতত ভাইরাল বিশ্বকাপে।

পুলিশে অভিযোগ করার পরে আরও আশ্চর্য হয়ে যান আর্জেন্টিনার সেই নারী সাংবাদিক ডমিনিক মেটজার। পুলিশকে জানানোর পরেই তাকে সুবিচারের আশ্বাস দেওয়া হয়। সেই সঙ্গে পুলিশ জানান, অপরাধীকে তিনি নিজেই পছন্দমত শাস্তি দিতে পারেন।

ব্রিটিশ দৈনিক দ্য মিররকে ডমিনিক জানিয়েছেন, “আমার হ্যান্ডব্যাগে প্রয়োজনীয় সমস্ত সামগ্রী ছিল। এক জনের যা যা প্রয়োজন হতে পারে- হোটেল রুমের চাবি, ওয়ালেট এবং বেশ কিছু ন্যাপকিন। সমর্থকদের সঙ্গে আমিও নাচছিলাম। সেই সময়েই কেউ হয়ত আমার হ্যান্ডব্যাগের চেন খুলে পার্স তুলে নিয়েছে।”

“সেই সময়ে আমি বুঝতে পারিনি। লাইভ চলাকালীন আশেপাশে মিউজিক, সমর্থকদের হুল্লোড়- সেই সময়ে নিজের কাজেই ফোকাস করছিলাম। তাই চারপাশের বিষয়ে অতটা মনোযোগী ছিলাম না। লাইভ রিপোর্ট শেষ করে ওয়াটার বটল কেনার জন্য ওয়ালেট বের করার জন্য হ্যান্ডব্যাগ খুলি। সেই সময়েই বুঝতে পারি, আমার পার্স খোঁয়া গিয়েছে।”

দ্যা টেলিগ্রাফ-এর প্রতিবেদন জানাচ্ছে, গোটা বিশ্বকাপ জুড়ে ২০ হাজার নজরদারি ক্যামেরা লাগানো হয়েছে। ফেসিয়াল রেকগনিশন প্রযুক্তিও রয়েছে।

প্যা/ভ/ম